বঙ্গাব্দ
© Mehrab360

বোকা বাঘ ও চালাক শিয়াল - বাংলা কার্টুন

© Mehrab360

তো বন্ধুরা আজকের তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো। তোমরা এই গল্পটি পড়ে দেখো।

গল্প টি দেখতে ভিজিট করঃ

https://youtube.com/@mehrab360bd


সংগৃহীত


সে এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পেছনে তাঁর গর্ত ছিল। রাজার ছাগলগুলি খুব সুন্দর আর মোটাসোটা ছিল। তাঁদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হত। কিন্তু রাজার রাখাল গুলির ভয়ে তাদের কাছে আসতে পারত না। তখন শেয়াল তাঁর গর্ভের ভেতর থেকে খোরা আরম্ভ করলো। 


ঘুরে ঘুরে সে তো ছাগলের ঘরে এসে উপস্থিত হল, কিন্তু তবু ছাগল খেতে পেল না। রাখালের দল তখন সেখানে দাঁড়িয়ে ছিল তারা শিয়ালকে দেখতে পেয়ে ধরে বেঁধে ফেলল। তারপর তাঁকে বেঁধে রেখে তারা চলে গেলো যাবার সময় বলে গেল কাল এটাকে নিয়ে সকলের সামনে তামাশা দেখাবো। তারপর মারব আজ রাত হয়ে গেছে। রাখালেরা চলে গেছে। শিয়াল মাথা হেঁট করে বসে আছে। এমন সময় এক বাঘ সেখান দিয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ ভারি আশ্চর্য হয়ে বলল, কী ভাগ্নে তুমি এখানে কী করছ? বিয়ে করছি মামা তবে কনে কোথায়? লোকজন কোথায়? কনে তো রাজার মেয়ে লোকজন তাকে আনতে গেছে। তুমি বাধা কেন? আমি কিনা বিয়ে করতে চাইনি। তাই আমাকে বেঁধে রেখে চলে গেছে। যদি আমি পালাই। সত্যি নাকি তুমি বিয়ে করতে চাচ্ছো না। সত্যি বলছি মা আমার বিয়ে করতেই একটুও ইচ্ছে করছে না। তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও। এক্ষুণি তুমি আমার বাঁধন খুলে দাও। 


তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ আর দেখে কে? সে অমনি এসে শেয়ালের বাঁধন খুলে দিল সে আলো আর দেরি না করেই তাঁকে ভালমত কোটা বেঁধে রেখে বলল। একটা কথা মামা তোমার শালার এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে। তাতে তুমি কিন্তু আবার রেগে যেও না যেন। আরে ভাগ্নে। এসব কী বলছ? আমি কী অতই বোকা আমি কি আর ঠাট্টা মশকরা বুঝি না। 



এরপর শেয়াল সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগল কখন কনে নিয়ে আসবে। সকালবেলায় রাখালের দল সেখানে এসে উপস্থিত হল। বাঘতো তাদের দেখে ভাবল। তাই আমার শালা এসেছে। এক্ষুণি হয়তো ঠাট্টা করবে আর তাহলে আমাকেও হাসতে হবে। 

রাখালেরা এসেছিল শিয়াল মারতে। এসে দেখল বাঘ বসে আছে। এর কারণে ভারি হইচই পড়ে গেল। কেউ পালাতে চায় কেউ কেউ তাঁদের খামিয়ে বলে আরে বাচ্চা বাঁধা রয়েছে দেখছিস না। খুন্তা, লাঠি, দা নিয়ে যায়। তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ে ছুড়ে মারল তাতে বাঘ বলল। হ্যাঁ, হ্যাঁ। আর একজন বাঁশ দিয়ে গুঁতো মারল। 



তাতে বাঘ বলল। হা হা হা হা আর একজন একটা দা দিয়ে আঘাত মারল। তাতে বাঘ বলল ওহ। হাহা বুঝেছি তোমরা আমার শালা। আবার তারা জোরে আঘাত করলো, তাতে বাঘ রেগে বলল। এমন ছাই বিয়ে আমি করব না। বলে সে দড়ি ছিঁড়ে বলে চলে গেল। বনের ভিতরে এক জায়গায় কাঠুরেরা করাত দিয়ে কাঠ কাটতো। একটা মস্ত কাট অর্ধেক কেটে রেখে সেখানে রেখে চলে গিয়েছিল। 


এক সময় বাঘ বনের ভেতরে সে দেখে শিয়াল সেখানে বসে বিশ্রাম করছে শিয়াল তাঁকে দেখেই বললো। কি মামা বিয়ে কেমন হলো? না রে ভাগ্নে ওরা বড্ড বেশি ঠাট্টা করে। তাই আমি বিয়ে না করে চলে এসেছি। তা বেশ করেছো। এখন এসো দুজনে বসে গল্প করি। শিয়াল একথা বলতেই বাঘ কাঠের উপর লাফিয়ে উঠে বসল। যেখানটায় কাঠটার দু-মাথা রয়েছে সেখানে তার লেজটা কাঠের ভিতরে ঢুকে পড়ল। 


শিয়াল দেখল যে এবার কাঠ থেকে ছোট টুকরাটি খুলে নিলেই বেশ মজা হবে। 

সে বাঘকে নানান ভাষায় ভোলাচ্ছে। আর একটু একটু করে টুকরা টিকে নাড়াচ্ছে, নাড়াতে নাড়াতে এমন করেছে যে, এখন টানলেই সেটা খুলে যাবে। আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে। মামা গেলাম, মামা গেলাম এই বলে সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল। 



আর বাঘের যে কি হল সে আর বলে কী হবে? কাঠ লেজ কামড়ে ধরতেই তো সে চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে হঠাৎ করে বাঘের, লেজ ছিঁড়ে একেবারে দুই খান। তখন বাঘ ও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। ভাগ্নে গেলাম, আমার লেজ ছিঁড়ে গিয়েছে। ভায়ে গেলাম, মামা কোমর ভেঙে গিয়েছে মামা! এমনি করে দুজনে গড়াগড়ি করতে করতে এক কচু বনে শুয়ে রইল। 


বাঘ নড়তে চড়তে পারে না। কিন্তু শিয়ালের কিছুই হয়নি। সে শুধুই বাঘকে ফাঁকি দিচ্ছে। সেই কচু বনের ভিতর অনেক ব্যাঙ ছিল। 

শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেল। বাঘ ব্যথায় অস্থির, সে ব্যাঙ দেখতেই পেল না! খাবে কী? কিন্তু তার এমন খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরে যাবে। তখন সে শিয়ালকে জিজ্ঞেস করল। ভাগ্নে তুমি কিছু খেয়েছো নাকি? আর কি খাবো মামা, একটু কচু খেয়েছি। 


এই কচু খেয়ে আমার পেট বড্ড ফেফেছে। বাঘের কী করবে সে কচু চিবিয়ে খেতে লাগল। তারপর গলা ফুলে, মুখ খুলে যায়। তা দেখেই শিয়াল বলল কি মামা কিছু খেলে? খেয়েছে তো ভাগ্নে। কিন্তু বড্ড গলা ফুলেছে, তোমার তো পেট ফেঁপেছে আমার কেন গলা ফুললো। আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ তাই হয়তো। নিজের ব্যথায়। 


আর গলার ব্যথায় বাঘ ১৫ দিন উঠতে পারল না। ১৫ দিন কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে। এমন সময় সে দেখল যে শিয়াল গা ছাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে। তাতেই সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। এই ভামে তোমার অসুখ কী করে সারল? 

মামা একটি ভারি চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা ছড়িয়ে খেলাম আর অমনি অসুখ সেরে গেল। তারপর দেখতে দেখতে নতুন হাত পা গজিয়ে গেল। তাই নাকি। 


তবে আমাকে বলোনি কেন? তুমি কি আর তোমার হাত বা চিবিয়ে খেতে পারবে। তাই বলেনি। হুমম তুই শিয়াল হয়ে পারলে আর আমি বাঘ হয়ে পারব না। তুমি ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে চলে এলে এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কী করে জানব? পারে কি না এই দেখ। এই বলে সে নিজের হাত পা চিবিয়ে খেল তারপর। ৩, ৪ দিনের মধ্যেই ভয়ানক ঘা হয়ে সে মারা গেল।


এই গল্পটি ইংরেজিতেও পড়তে পারো.....


There lived a fox near a king's house. Behind the king's goat house was his den. The king's goats were very beautiful and fat. Seeing them, the fox wanted to eat heavily. But the king's shepherd could not approach them for fear of bullets. Then the fox began to gnaw from inside her womb. 

He turned around and came to the goat's house, but still the goat could not eat. The shepherd's party was standing there when they saw the fox and caught it and tied it up. Then, after tying him, they left, saying that tomorrow they will make a joke about it in front of everyone. 

Then Marv it's night. The shepherds are gone. The fox is sitting with his head down. At that time a tiger is passing there. 

Seeing the fox, the tiger was very surprised and said, what nephew are you doing here? I am getting married but where is the bride? Where are the people? The bride is the king's daughter and the people have gone to fetch her. 

Why did you stop? I didn't want to get married. So he left me tied up. if i run away You really don't want to get married. To tell the truth, my mother does not want to marry me at all. But leave me tied in your place. You immediately untie me. 

Then I'm leaving you tied up. Who sees the joy of the tiger? He came as soon as he untied the fox, and without further delay tied him up and said: One thing, uncle will come to your house and laugh and joke with you. But don't get angry again. hey nephew What are you saying? Am I so stupid that I don't understand jokes anymore? 

Then the fox went away laughing. The tiger wondered when he would bring the bride. In the morning, the group of shepherds came there. Baghato saw them and thought. So my shala has come. You might make a joke and then I have to laugh too. 


The shepherds came to kill the fox. He came and saw the tiger sitting. Due to this, there was a huge uproar. Some want to run away, some say to them, hey, the child is tied, don't you see? Khunta, Lathi, Da takes. Then someone brought a heavy brick and threw it at the tiger and the tiger said. Yes, yes. Another was beaten with bamboo. 

The tiger said. Ha ha ha ha Another one hit with a jab. To that the tiger said oh. Haha I understand you are my shala. Again they struck loudly, at which the tiger growled. I will not do such a gray wedding. He broke the rope and left. At one place inside the forest, woodcutters were cutting wood with a saw. A large cut was cut in half and left there. 

Once inside the tiger forest he saw the fox sitting there resting and the fox saw him and said. How was the marriage of uncle? No, nephew, they joke too much. So I left without getting married. You did it well. Now let's sit down and talk. As soon as the fox said this, the tiger jumped on the wood and sat down. Where the wood had two heads, his tail went into the wood. 

The fox saw that it would be fun to take the small piece out of the wood. 

He is talking to the tiger in different languages. And little by little, the piece is moving, moving and moving so that, if you pull it now, it will open. And the wood will bite the tiger's tail. He fell on the ground and started rolling. 

And what happened to the tiger and what will happen? Biting the wooden tail, he screamed and jumped. In that leap, the tiger suddenly split its tail and ate it in two. Then he started rolling on the ground with the tiger and the fox. I went to the nephew, my tail is torn. I went to my brother, uncle's back is broken, uncle! In this way the two tumbled and lay down in a thick forest. 

A tiger cannot move and ride. But nothing happened to the fox. He is just dodging the tiger. There were many frogs in that dense forest. 

The fox lay down and played with it. The tiger is restless in pain, he did not see the frog! What to eat? But he is so hungry that he will die without eating anything. Then he asked the fox. Have you eaten anything, nephew? What else shall I eat, uncle, I have eaten a bit raw. 

My stomach is bloated after eating this curd. What to do with the tiger, he began to chew. Then the throat swells, the mouth opens. Seeing that, the fox said, did uncle eat something? Nephew ate. But your throat is swollen, your stomach is swollen, why is my throat swollen. Maybe I am a fox and you are a tiger. In his own pain. 

And the tiger could not get up for 15 days due to sore throat. Without eating anything for 15 days, he became half-dead. At that time he saw that the fox was leaving without its body. He asked in surprise. How did you heal your illness? 


Mama got a heavy nice medicine. I spread my arms and legs and the disease was cured. Then new hands and feet grew. Is that so? 

Why didn't you tell me? Can you eat with your hands or chew anymore? Didn't say so. Hmmm, if you can be a fox, I can't be a tiger. How will I know that you can chew off your hands and feet if you leave such a marriage for fear of ridicule? See if you can. After saying this he chewed his hands and feet. Within 3-4 days, he died of severe wounds.


Director: Hossain.

Edit & Color: Hossain.

Produced by: Mehrab360 YouTube Channel


Email: hossainhawlader2005@yahoo.com

Visit on YouTube: Mehrab360

© MEHRAB360 MEDIA PRODUCTION


{fullWidth}
© Mehrab360