-->
বঙ্গাব্দ
© Mehrab360

DNA: ভবিষ্যতে ডেটা স্টোরেজ

© Mehrab360
আমরা সবাই হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, পেনড্রাইভ চিনি। এগুলো আমরা ডিজিটাল ডেটা যেমন: ভিডিও, অডিও, পিডিএফ ইত্যাদি রাখার জন্য ব্যবহার করি। এই ডিভাইসগুলোর অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে কয়েক বছরের মধ্যেই এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি কোনো ডেটা শত বছর ধরে সংরক্ষণ করতে চাই তাহলে উপায় কী? এখানেই ডিএনএ মুশকিল আসান হিসেবে কাজ করবে।


সংগৃহীত



তোমরা জেনে অবাক হবে যে, ডিএনএ-কে ডেটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা সম্ভব! ডিএনএ হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত থাকে। ডিএনএর এই ধর্ম কাজে লাগিয়ে আমরা কোনো ডেটা হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করতে পারি। কিন্তু কীভাবে পারি? চলো এই রহস্য ভেদ করা যাক। আমরা যারা ডিএনএর গঠন একটু হলেও জানি তারা নিশ্চয়ই অ্যাডিনিন (A), থায়ামিন (T), গুয়ানিন (G) আর সাইটোসিন (C) নামক নাইট্রোজেন-ঘটিত ক্ষারকগুলোর নাম শুনেছি। এই ক্ষারকগুলোকে আমরা ০ আর ১ এর প্রতিনিধিত্বকারী (Representative) হিসেবে ধরতে পারি। যেমন: অ্যাডিনিন (A) হচ্ছে ০০, থায়ামিন (T) - ০১, গুয়ানিন (G) – ১০, সাইটোসিন (C) – ১১। কিন্তু কেন আমরা ক্ষারকগুলোকে ০ আর ১ হিসেবে চিন্তা করছি? কারণ, কম্পিউটার ০ আর ১ ছাড়া কিছুই বোঝে না।
ধরা যাক, তুমি 'Royal' শব্দটি সংরক্ষণ করতে চাও। কম্পিউটার যেহেতু বাংলা, ইংরেজি কিছুই বোঝে না সেহেতু কম্পিউটার এই শব্দটিকে ০১ ০১ ০০ ১০ ০১ ১০ ১১ ১১ ০১ ১১ ১০ ০১ ০১ ১০ ০০ ০১ ০১ ১০ ১১ ০০ এইভাবে সংরক্ষণ করে। কম্পিউটার কীভাবে 'Royal' শব্দটিকে ০ আর ১ এ রূপান্তর করল সেই আলোচনা অন্য কোনো একদিন হবে। এখন আমরা আমাদের মূল আলোচনা ডিএনএতে ফিরি।


এখন আমরা যদি ডিএনএতে 'Royal' শব্দটি সংরক্ষণ করতে চাই তাহলে কীভাবে করব? তুমি যদি এখন পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে থাক তাহলে বুঝে ফেলার কথা। আমাদেরকে এমনভাবে ডিএনএ সংশ্লেষ (synthesis) করতে হবে যেন সেটা ০১ ০১ ০০ ১০ ০১ ১০ ১১ ১১ ০১ ১১ ১০ ০১ ০১ ১০ ০০ ০১ ০১ ১০ ১১ ০০ এই ধারার প্রতিনিধিত্ব করে। ডিএনএ সংশ্লেষ মানে কৃত্রিমভাবে ডিএনএ তৈরি করা। একটু আগেই আমরা ধরে নিয়েছিলাম যে অ্যাডিনিন (A) – ০০, থায়ামিন (T) – ০১, গুয়ানিন (G) – ১০ ও সাইটোসিন (C) – ১১।


© Mehrab360 Media Production



{fullWidth}
© Mehrab360