-->
বঙ্গাব্দ
© Mehrab360

জিহ্বা দেখে রোগ নির্ণয় করবে এআই(AI)

© Mehrab360


ছবি সংগ্রহীত | ফ্রিপিক


আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদের জিহ্বা পরীক্ষা করে। জিহ্বা দেখে ডাক্তার কিছুটা রোগের লক্ষণ বুঝতে পারে। জিহ্বার ছবি দেখে করে তাড়াতাড়ি রোগের শনাক্ত করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এআই দিয়ে মানুষের জিহ্বা রং বিশ্লেষণ করে ৯৮% ক্ষেত্রে সঠিক ফলাফল দিতে পারবে।

জিহ্বার ছবি দেখে রোগ শনাক্তের এআই মডেলটি যৌথভাবে তৈরি করেছেন ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষকেরা।

এআই মডেলটির উপকারিতা তুলে ধরে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় দুই হাজার বছর আগেও প্রাচীন চীনে মানুষের জিহ্বা পরীক্ষা করে স্বাস্থ্য সমস্যা নির্ণয়ের চিকিৎসা পদ্ধতির প্রচলন ছিল।

এই প্রাচীন পদ্ধতিতে চিকিৎসকেরা জিহ্বার রং ও ত্বকের গঠন বিশ্লেষণ করে রোগনির্ণয় করতেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে এই প্রাচীন পদ্ধতির সম্মিলন ঘটিয়ে এআই মডেলটি তৈরি করা হয়েছে।

তাঁরা বলছেন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জিহ্বা হলুদ হয়। ক্যানসারের রোগীদের জিহ্বা তেলতেলে আবরণের সঙ্গে বেগুনি রং দেখা দিবে। স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে অস্বাভাবিক আকারের লাল রঙের জিহ্বা দেখা যায়।

কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে প্রায়ই গাঢ় লাল রঙের জিহ্বা দেখা যায়। এসব তথ্য ভালোভাবে পর্যালোচনা করে রোগ শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

{fullWidth}
© Mehrab360