টুনির বাচ্চা কিভাবে বিপদে পড়ে দেখুন- বাংলা কার্টুন
© Mehrab360
টুনির বাচ্চা বিপাকে পড়ে সেই অবলম্বনে তৈরি করা হয়েছে। টুনি এবং তার ছানা ও টিয়া পাখি চরিত্রে এই গল্পে তুলে ধরা হয়েছে।
{fullWidth}
© Mehrab360
![]() |
রিলিজ হয়েছে.. ২২ আগস্ট ২০২৪ |
এক দেশে একটা টুনি বাস করত। টুনির একটা বাচ্চা ছিল। তার বাচ্চার বয়স অল্প। ঠিকমতো উঠতে পারে না। তার নতুন পাখা গজিয়েছে এখন সে ওড়ার চেষ্টা করে। টুনি একদিন তার বাচ্চাকে বাসায় রেখে খাবারের সন্ধানে যায়।
টুনির বাচ্চাটি বাসায় একা একা থাকে। তার নতুন পাখনা হয়েছে এখন সে ওরা চেষ্টা করে। সে একটু একটু করে উড়তে যায় এবং সফল হয়। তার বাসার নিচে একটা বড় কূয়া ছিল। কোয়ার ভিতর অনেক পানি ছিল। টুনির বাচ্চাটি বলে, আমার তো বেশ পাখনা গজিয়েছে এখন আমি একটু উড়ার চেষ্টা করি।
এই বলে টুনির বাচ্চাটি উড়া শুরু করে। হঠাৎ করে সে নিচে কূয়ার ভেতর পড়ে যায়। টুনির বাচ্চাটি বাঁচাও বাঁচাও বলতে থাকে। তখন সেখান থেকে উড়ে যাচ্ছিল একটা টিয়া পাখি। সে খাবারের সন্ধানে যাচ্ছিল। সে টুনির বাচ্চাকে বিপদে দেখে বলে -
এ দেখি টুনির বাচ্চা কূয়ার ভেতর পড়ে গেছে ওকে তাড়াতাড়ি করে বাঁচিয়ে উঠাতে হবে।
তখন সে কুয়ার ভিতর গিয়ে টুনির বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করে এবং উপরে উঠিয়ে নিয়ে আসে। ততক্ষণে টুনি তার বাসায় চলে আসে এবং তার বাচ্চাকে না দেখে বলে-
আমার বাচ্চা কোথায় গেল? তার নতুন পাখনা গজিয়েছে। ঠিকমতো উঠতে পারেনা। তার কোন বিপদ হলো না তো?
পরের অংশ আপনারা ভিডিও দেখুন.....