মস্তিষ্কের ক্ষমতা কমে অতিরিক্ত মোবাইল ব্যবহারে
![]() |
সংগৃহীত |
মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে মানুষের মস্তিষ্কের ক্ষমতা কমছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। স্মার্টফোনের আসক্তির কারণে মানুষের মস্তিষ্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব দেখেছেন স্নায়ুবিজ্ঞানীরা। ক্রমাগত নোটিফিকেশন, লাইক-কমেন্টস আর নতুন নতুন বিষয় যেমন ছবি-শব্দ দেখা ও শোনার মাধ্যমে মস্তিষ্কের কেন্দ্রে ডোপামিন তৈরি করে।
স্মার্টফোনে আসক্তি মস্তিষ্কের বৃদ্ধি ও মস্তিষ্কের নমনীয়তার ওপর প্রভাব তৈরি করে মানুষের সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে। জীবনে আনন্দের সম্ভাবনাও সীমিত করে দেয়। বাস্তবে মানুষ সামাজিক মিথস্ক্রিয়ায় বিভিন্ন ধরনের আনন্দ লাভ করে। তা বদলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের লাইক-কমেন্টসে আনন্দ খুঁজে নিচ্ছেন অনেকেই।
স্মার্টফোন আমাদের মস্তিষ্ককে ব্যস্ত রাখছে। ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব পড়ছে মস্তিষ্কের ওপর। স্মার্টফোনের ঘন ঘন ব্যবহারের কারণে মস্তিষ্ক অতিরিক্ত উদ্দীপিত হয়। ক্রমাগত ডোপামিন নির্গত হয় আর দুশ্চিন্তার প্রতিক্রিয়া দেখায় মস্তিষ্ক।