-->
বঙ্গাব্দ
© Mehrab360

মহাকাশে নোভা বিস্ফোরণ দেখতে পাবে বিশ্ববাসী

© Mehrab360


ছবি (সংগ্রহীত) freepik.com



মহাকাশ সবসময় অনেক অদ্ভুত কিছু ঘটে থাকে। বড় মহাকাশে প্রায়ই দেখা যায় বিভিন্ন ঘটনা। এই ঘটনা কাল ভেদে বিভিন্ন রকমের হয়। এই বছরের শেষ নাগাদ পৃথিবীর পুরো মানুষ নোভার ঝলক দেখতে পাবে, তা দুই হাজার বছর আগে বিস্ফোরিত হয়েছিল। ১৮৬৬ ও ১৯৪৬ সালে দুটি নোভার ঘটনা ঘটে। এর ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য বলেছেন।

প্রাচীনকালের মানুষেরা ভাবতো মহাকাশের সব নক্ষত্রই স্থির। অতীতের বিভিন্ন ঐতিহাসিক ভাবে লিপিবদ্ধ বিভিন্ন মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে। প্রাচীন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা একটি অতিথি তারার কথা লিপিবদ্ধ করেছিলেন।

১০৫৪ সালের ৪ জুলাই আকাশে একটি তারার ঝলকের কথা জানা যায়। সেই উজ্জ্বল ঝলক পরবর্তী ২৩ দিনের জন্য দিনের বেলায়ও দৃশ্যমান ছিল বলে জানা যায়। এবার ২০২৪ সালের করোনো বোরেইলিস বা টিসিআরবি নামক নক্ষত্র সিস্টেমে এমনই একটি নোভার বিস্ফোরণ দেখা যাবে। যদিও এটি ১০৫৪ সালের তারার ঝলকের মতো দর্শনীয় হবে না বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা

জ্যোতির্বিজ্ঞানীরা 'নোভা' শব্দটিকে নাক্ষত্রিক বিস্ফোরণের ঘটনা বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। একটি নক্ষত্রের জীবন কীভাবে শেষ হবে, তা তারার ভরের ওপর নির্ভর করে।

{fullWidth}
© Mehrab360