-->
বঙ্গাব্দ
© Mehrab360

চাঁদের রাস্তায় জ্বলবে বাতি

© Mehrab360


সংগৃহীত 



দীর্ঘদিন ধরে চাঁদে বসতি স্থাপনের জন্য বিজ্ঞানীরা চেষ্টা করছেন। মানুষের বসবাস শুরুর আগেই চাঁদে সড়কবাতি স্থাপনের পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা। এই সড়কবাতির উচ্চতা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির চেয়ে লম্বা হবে। চাঁদের বুকে সড়কবাতি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে অনুদানও পেয়েছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

চাঁদে একটি দিন পৃথিবীর দুই সপ্তাহের সমান স্থায়ী হয়। আর রাতের দৈর্ঘ্যও বেশ বড়। এই দীর্ঘ অন্ধকার রাত বিভিন্ন মহাকাশযানের অবতরণের জন্য বেশ বিপজ্জনক।

চাঁদে সড়কবাতি স্থাপনের প্রকল্পটির নাম দেওয়া হয়েছে লুনার ইউটিলিটি নেভিগেশন উইথ অ্যাডভান্সড রিমোট সেন্সিং অ্যান্ড অটোনোমাস বিমিং ফর এনার্জি রিডিস্ট্রিবিউশন বা লুনারসাবার।
{fullWidth}
© Mehrab360