পৃথিবীতে ২৫ ঘন্টায় হবে ১ দিন, চাঁদ সরে যাচ্ছে
![]() |
সংগৃহীত |
পৃথিবীতে দিনগুলো ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে কারণ চাঁদ ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, গবেষণায় দেখা যাচ্ছে।
বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে চাঁদ আরও দূরে সরে যাওয়ার সাথে সাথে পৃথিবীর উপর এর পরিবর্তিত মহাকর্ষীয় প্রভাব গ্রহের ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে এবং দিনগুলোকে ক্রমবর্ধমান করছে।
তারা ভবিষ্যদ্বাণী করেছিল যে আমাদের গ্রহের দিনগুলো অবশেষে ২৫ ঘন্টা দীর্ঘ হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ১৪০ কোটি বছর বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে ১৮ ঘণ্টায় এক দিন হতো। চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে, তখন এর মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানির ওপর টান তৈরি করে, যা আংশিকভাবে পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে।
পৃথিবীর জড়তা চাঁদের মাধ্যাকর্ষণ থেকে শক্তিশালী। পৃথিবী ও চাঁদের টানাটানিতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। আবার পৃথিবী তার অক্ষের ওপর চাঁদের কক্ষপথের চেয়ে অনেক দ্রুত ঘোরে। এসব কারণে পৃথিবীর গতি ধীরগতির হয়ে যাচ্ছে।
{fullWidth}