মানুষের হাঁটার সময় দুহাত নাড়াচাড়া করে কেন?
© Mehrab360
আমরা হয়তো হাঁটা চলার সময় একটা কথা ভাবি না সেটি হচ্ছে দুহাত কেন নাড়াচাড়া করে শুধু শুধুই। এ বিষয়টা আমাদের মনে জাগ্রত হয়ই না। আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় ডান হাত এবং বাম হাত শুধু শুধু নাড়াচাড়া করে। আসলে কেন করে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।
© Mehrab360
![]() |
দুহাত নাড়াচাড়া করার কারণ | mehrab360 |
আমাদের হাঁটার সময় সামনের দিকে একটা ঝোঁক থাকে, ফলে হোচট খাওয়ার সম্ভাবনা থাকে। এই হোঁচট খাওয়ার থেকে বিরত থাকতে আমাদেরকে হাত নাড়িয়ে এর ভারসাম্য বজায় রাখতে হয়। দুই হাত নাড়াচাড়া করে এই ভারসাম্য বিলীন হয়ে যায় এবং আমাদের দুর্ঘটনা আর ঘটেনা।
ডানহাত এবং বাম হাত নাড়াচড়া ফলে বাতাসে একটি বাঁধা সৃষ্টি হয়। এই বাঁধা সৃষ্টির ফলে বাতাসের সাথে ভারসাম্য বজায় থাকে। একজন সুস্থ মানুষের দৈনিক হাঁটা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে।
এখন একটি বিষয় খেয়াল করা যাক, দুহাত না নাড়াচাড়া করেও হাঁটা যায়। এভাবে হাঁটার ফলে সামনের দিকে ঝোঁক সৃষ্টি হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। দুহাত না থাকায় বাতাসের বাধার সাথে ভারসাম্য বজায় না রাখতে পেরে সেই মানুষটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য হাঁটা চলার সময় দুহাত নাড়িয়ে চলাফেরা করা উচিত।
{fullWidth}
ক্যাটাগরি
বিজ্ঞান