-->
বঙ্গাব্দ
© Mehrab360

সামান্য সরল দোলক দিয়ে বৃহৎ পাহাড়ের উচ্চতা বের করা! অবাক লাগার কথা

© Mehrab360



সামান্য সরল দোলক দিয়ে একটা বড় পাহাড়ের উচ্চতা বের করা যায়। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন একটা সরল দোলক দিয়ে পাহাড়ের উচ্চতা বের করা যায়। বিজ্ঞান জগতের অনেক ধরনের অবিশ্বাস্য আবিস্কার রয়েছে। যা শুনলে আপনি অবাক হবেন।

সংগৃহীত


ছবির মাধ্যমে যদি আপনি পাহাড়ের উচ্চতা বের করতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে এবং অনেক সময় লাগতে পারে। এটা সহজে সরল দোলকের মাধ্যমে করা যায়। 

আমরা জানি যে, সরল দোলকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠানো হয় তার সময় দেওয়া পাঠ হারাতে থাকে। এটা হোক দিনে, ঘন্টায় এবং সেকেন্ডে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে সময় হারাতে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে ভিতরে নিয়ে গেলে এটার সময় বৃদ্ধি পেতে থাকে।

চলুন পাহাড়ের উচ্চতা বের করে দেখি। 

ধরি, সরল দোলক পৃথিবীতে যে সময় দেয় তার থেকে দিনে ৫ সেকেন্ড হারায় পাহাড়ের চূড়ায়। তাহলে আমরা সূত্রটি লিখতে পারি। আপনাকে পাহাড়ের চূড়ায় সরল দোলকের পাঠকৃত সময় বের করতে হবে। এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধে প্রয়োজন হবে, পৃথিবীর ব্যাসার্ধ R = ৬৪০০ km । (মিটারে ব্যবহার করতে হবে) এরপর সূত্রের মাধ্যমে বের করলে আপনি পাহাড়ের উচ্চতা বের করতে পারবেন।

 T2 = {86400÷(86400-5)}×T1


এবার আমরা পাহাড়ের উচ্চতার সূত্র থেকে পাই, 

h = {(T2÷T1 )-1}× R

পরিচয়ঃ 

T1 = ভূপৃষ্ঠে সরল দোলকের সময় পাঠ 
T2 = পাহাড়ের চূড়ায় সরল দোলকের পাঠ
h = পাহাড়ের উচ্চতা
R = পৃথিবীর ব্যাসার্ধ

এই সূত্রের মাধ্যমে আপনি পাহাড়ের উচ্চতা সহজে বের করতে পারবেন। তাহলে আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন সহজ ভাবে।




{fullWidth}
© Mehrab360