বঙ্গাব্দ
© Mehrab360

পাখা বিহীন টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে বিজ্ঞানীরা

© Mehrab360


সাধারণত প্রায়ই দেশ পাখার সাহায্যে বায়ুকলে বিদ্যুৎ তৈরি করে থাকে। এই পদ্ধতি থেকে সরে এসেছে ইংল্যান্ড, তারা পাখা বিহীন টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা শুরু করেছে। অক্সফোর্ডে বিএমডব্লিউ কারখানার ছাদে পরীক্ষামূলকভাবে বায়ুকলটি স্থাপন করেছে অ্যারোমাইন টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান। বড় বড় বায়ুকলের পাখার আঘাতে পাখির মৃত্যুর ঘটনা প্রায়শই দেখা যায়। আর তাই অ্যারোমাইন টেকনোলজিসের তৈরি পাখাবিহীন বায়ুকলটি পাখিদের জন্য নিরাপদ।

সংগৃহীত| © Aeromine Technologies


গতিহীন বায়ুকলটি শব্দ, কম্পন ও বন্য প্রাণীর জন্য হুমকি তৈরি না করে ছাদ থেকে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। গতিহীন বায়ুশক্তির এ পদ্ধতিতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। সন্ধ্যায় ও শীতকালে যখন সৌরশক্তির অবস্থা দুর্বল হয়ে যায়, তখন বায়ুনির্ভর বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকলটি বসানো হয়েছে। বিএমডব্লিউ স্টার্টআপ গ্যারেজ নামের একটি কর্মসূচির আওতায় এই বায়ুকল তৈরি করা হয়েছে।

{fullWidth}
© Mehrab360