মঙ্গলে গায়ে মাকড়সার বাসার মতো চিহ্ন পেল বিজ্ঞানীরা
© Mehrab360
২০০৩ সালে মঙ্গলে মাকড়সার খবর পাওয়া যায় প্রথম। মঙ্গলের দক্ষিণ গোলার্ধে অনেকগুলো মাকড়সার দেখা যায়। এটা মানে এই নয় যে এগুলো জীবন্ত মাকড়সা। মঙ্গলগ্রহের খুব কাছ থেকে নেওয়া ছবি থেকে দেখা যায় মঙ্গলের গায়ে হুবহু মাকড়সার মত চিহ্ন।
{fullWidth}
© Mehrab360
যে মাকড়সার দাড়াগুলো প্রায় ১ কিলোমিটার করে লম্বা। এগুলো কি?
পৃথিবীতে বসেই মঙ্গলের আবহাওয়া তৈরি করে সেই মাকড়সার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করলেন বিজ্ঞানীরা। তাঁরা জানতে পারলেন এগুলো তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইডের (CO2) বরফ দিয়ে। এমন অনেক মাকড়সার মত দেখতে লাল গ্রহের গায়ে ছড়িয়ে থাকা এই আজব ভূমি আকার কীভাবে এলো তার একটা ধারণা বিজ্ঞানীরা পেয়ে গেছেন।
মঙ্গলে প্রতি শীতেই এই কার্বন ডাই অক্সাইডের বরফ তৈরি হয়। পরে তীব্র রোদে সেই বরফ গলে জল হয়না, সরাসরি বাষ্প হয়ে উড়ে যায়।
এই বাষ্প যখন লাল গ্রহে উড়ে যায় তখন তা বাষ্পীভূত হওয়ার সময় তার ওপর থাকা মাটি ও বালি তুলে নিয়ে যায়। লাল গ্রহে যখন শীত কেটে যায়, বসন্ত আসে, তখন কার্বন ডাই অক্সাইড বরফ উবে যাওয়া অংশে ক্ষতচিহ্নের মত ফাটল দেখতে পাওয়া যায়।
এই ফাটলগুলোই পরবর্তী সময়ে মাকড়সার মত দেখতে লাগে। এভাবেই লাল গ্রহের বুকে এমন নানা অংশে মাকড়সার মত আকার দেখতে পাওয়া যায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
ক্যাটাগরি
মহাকাশ