বর্তমানে মোবাইল ফোনে অ্যান্টেনা থাকে না কেন
আগে এক সময় মোবাইল ফোনে ওপরের দিকে একটা অ্যানটেনা থাকত। মোবাইল ফোনের সিগন্যাল বা যোগাযোগের তরঙ্গ ধরার জন্য অ্যানটেনা ব্যবহার হতো। বর্তমানে মোবাইলের নানাবিধ ব্যবহার বেড়েছে। এসব সিগন্যাল আদান প্রদানের জন্য বর্তমানে আর অ্যানটেনা দেখা যায় না মোবাইলে। প্রশ্ন হলো, কেন?
ফোনের অ্যানটেনার আকার নির্ভর করে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল তরঙ্গের কম্পাঙ্কের ওপর। রেডিও, মোবাইল ফোন বা যেকোনো তারহীন ডিভাইসের জন্য অনন্য তরঙ্গদৈর্ঘ্য এনকোড করা হয়। একে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলে। একটি বিদ্যুৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রের পর্যায়ক্রমিক নড়াচড়ার মাধ্যমে এই তরঙ্গ তৈরি করা হয়। ক্ষেত্রগুলোর অ্যামপ্লিচ্যুড বা বিস্তার নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় অনন্য সংকেত বা তরঙ্গ। এ তরঙ্গ তারহীন ডিভাইসের জন্য প্রয়োজনীয় তথ্য বহন করে।
প্রথমদিকে মোবাইলগুলোর ক্যারিয়ার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। একে তো কম শক্তির তরঙ্গ, তার ওপর তরঙ্গদৈর্ঘ্য বেশি; ফলে তরঙ্গ ধরার জন্য ওসব মোবাইল ফোনে আলাদা লম্বা অ্যানটেনা থাকত।
প্রথমদিকে মোবাইলগুলোর ক্যারিয়ার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। একে তো কম শক্তির তরঙ্গ, তার ওপর তরঙ্গদৈর্ঘ্য বেশি; ফলে তরঙ্গ ধরার জন্য ওসব মোবাইল ফোনে আলাদা লম্বা অ্যানটেনা থাকত। যাঁরা পুরোনো দিনের রেডিও বা টেলিভিশন দেখেছেন, তাঁরা জানেন, সেগুলোতেও সংকেত ধরার জন্য অ্যানটেনা থাকত।
পুরাতন ৯০০ মেগাহার্জ তরঙ্গের চেয়ে বর্তমানে ব্যবহৃত ক্যারিয়ার তরঙ্গ ৩-৪ গুণ দ্রুতগামী। তরঙ্গদৈর্ঘ্যও প্রায় অর্ধেক। পাশাপাশি উচ্চ ভেদনক্ষমতা সম্পন্ন। তাই আগের মতো মোবাইল ফোনের মাথায় আলাদা কোনো অ্যানটেনার প্রয়োজন হয় না। তরঙ্গ ধরার জন্য ভেতরে মোবাইলের গায়ে বা খোলসের ভেতরে বসানো হয় চিকন ধাতব তার। এতেই মোবাইল বা সেলফোন চারপাশ থেকে আসা সিগন্যালগুলো ধরতে পারে, নতুন সিগন্যাল পাঠিয়ে দিতে পারে বাড়তি কোনো অ্যানটেনা ছাড়াই!
{fullWidth}