আসলে ডিএনএ কিভাবে কাজ করে?
© Mehrab360
DNA ফিঙ্গারপ্রিন্ট বুঝতে হলে প্রথমে ডিএনএ প্রিন্ট সম্পর্কে জানা দরকার। ফিঙ্গারপ্রিন্ট বলতে সাধারণত মানুষের হাতের আঙ্গুলের ছাপ দাঁত বা চিহ্নকে বোঝায়। দুইজন মানুষের আঙ্গুলের ছাপ একই রকম হয় না। (ক্লোনিং ও আইডেনটিক্যাল টুইন ব্যতীত)।
{fullWidth}
© Mehrab360
![]() |
তাই জমিজমা হস্তানান্তর বা রেজিস্ট্রি, কাবিননামা রেজিস্ট্রি, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়। দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের ভিন্নতা হয় জিন তথা ডিএনএ এর ভিন্নতার কারণে।
কোন জীবের DNA কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস বা ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে। ডিএনএ ফিঙ্গার প্রিন্ট প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট।
প্রথমে কোন জীবের তথা মানুষের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয় এবং পরবর্তীতে জেল ইলেকট্রোফেরোসিস এর মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয়। ফলে সেখানে ডিএনএ খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো শাড়ি বদ্ধ ব্রান্ড হিসেবে জমা হয়।
বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতির দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের ডিএনএ খন্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে ডিএনএ প্রিন্টার প্রিন্ট বলে।
ক্যাটাগরি
প্রযুক্তি