শিয়ালের ফাঁদ - বাংলা কার্টুন
এক গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ির ছিল একটি মুরগির খামার, মুরগির ডিম বিক্রি করে সংসার চালাত।
শিয়ালঃ বুড়ির মুরগিগুলো অনেক বড় হয়ে গিয়েছে আমাকে কিছু মুরগি খেতে হবে যা দেখতে হয়েছে না মুরগিগুলো যাই চুপি চুপি মুরগি গুলোর কাছে।
বুড়িঃ কেরে এখানে ও শিয়াল কে দেখাচ্ছি মজা।
বাঘঃ কি হয়েছে ভাগ্নে?
শিয়ালঃ মামা আর বলো না, মুরগি চুরি করতে গিয়েছিলাম কিন্তু বুড়ি আমাকে আচ্ছা করে ধোলাই করল।
বাঘঃ কি বলছ ভাগ্নি বুড়ির মুরগি বড় হয়ে গিয়েছে?
শিয়ালঃ তবে আর বলছি কি মামা? যা দেখতে হয়েছে না মুরগিগুলো দেখলে খেতে ইচ্ছে করে।
বাঘঃ তাহলে ভাগ্নে আমার জন্য কিছু মুরগি এনে দিতে পারবে। আমি হলাম জঙ্গলের রাজা। তোমরা থাকতে আমি কেন শুধু শুধু কষ্ট করবো।
শিয়ালঃ কেন পারব না মামা। তুমি আমার মামা বলে কথা। তুমি এখানে বসো। আমি তোমার জন্য বুড়ির বাড়ি থেকে মুরগি নিয়ে আসছি।
বুড়িঃ আজকে সারারাত জেগে মুরগি পাহারা দিতে হবে দেখি কে আসে?
শিয়াল যখনই বুড়ির মুরগি ধরতে যায় তখনই শব্দ করে ওঠে। মুরগিগুলো সব তো শুনে বুড়ি সেখানে চলে আসে আর শিয়ালকে দেখতে পায়।
বুড়িঃ তুই প্রতিদিন আমার বাড়ির মুরগি খেতে আসিস। আজকে মেরেই ফেলব। আর কোনদিন আমার বাড়ির মুরগি খেতে আসবি না।
শিয়াল তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যায়।
খুবই মজার গল্প এটি বাকি অংশ ভিডিও লিঙ্কে ক্লিক করে নিন। আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আপনার ভাবনা শেয়ার করতে পারেন কমেন্ট করে।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন কার্টুন ভিডিও পান।
ভিডিও দেখুন