-->
বঙ্গাব্দ
© Mehrab360

বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ তালিপাম

© Mehrab360


উদ্ভিদ বৈচিত্র্য

তালিপাম ( Tali palm )

বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে তালিপাম অন্যতম। এর বৈজ্ঞানিক নাম Coryphy taliera Roxb গাছটি দেখতে প্রায় তাল গাছের মতোই, তাই এর বাংলা নাম হচ্ছে তালি বা তালিপাম।


সংগৃহীত উইকিপিডিয়া


এটি Arecaceae (Palmae) গোত্রের অন্তর্গত। ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কাছে অবস্থিত তালিপাম গাছটির ১৯৭৯ সালে কেটে ফেলার পর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তালিপাম গাছটি ছিল বিশ্বের একমাত্র বন্য তালিপাম গাছ।


তালি পাম জীবনে একমাত্র একবারই ফুল ও ফল উৎপাদন করে এবং পরে তার মৃত্যু ঘটে। ঢাকার গাছটিও ২০১০ সালে ফুল ও ফল উৎপাদন শেষে ২০১২ সালে বিলুপ্ত হয়ে গেছে। তবে মৃত্যুর আগে গাছটি বহু ফল উৎপাদন করে গেছে যা থেকে অসংখ্য চারা করে বন বিভাগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে লাগানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ভবনের সামনেও একটি চারা লাগানো হয়েছে।


এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গনে গাছ দুটি অনেক বড় হয়েছে। স্যার এফ রহমান হল প্রাঙ্গনে চারা দু'টিও অনেক বড় হয়েছে। বর্তমানে বিশ্বের কোথাও বন্য অবস্থায় আর কোন তালিপামের খবর জানা নেই।


আমাদের লাগানো চারা গুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া আবশ্যক, যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং ৬০ থেকে ৭০ বছর পর মৃত্যুর আগে প্রচুর ফল উৎপাদন করতে পারে। বাংলার বাইরে এই গাছ নেই।


{fullWidth}
© Mehrab360