কুকুরের মুখ হতে লালা ঝরে কেন - প্যাভলভ পরীক্ষা
© Mehrab360
ইভান পিত্রোভিচ প্যাভলভ (Ivan Petrovich Pavlov, 1849-1936) ছিলেন একাধারে একজন বিখ্যাত রূশ যুগান্তকারী বা (Physiologist) ও মনোবিজ্ঞানী (Phychologist)। সাপেক্ষ প্রতিবর্ত সম্বন্ধে তিনি যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন। কুকুরের দেহে কিভাবে এসব প্রতিবর্ত সৃষ্টি হয় ও কাজ করে তার স্পষ্ট ব্যাখ্যা দেন। ১৯০৪ সালে তিনি শারীরবিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।
{fullWidth}
© Mehrab360
কুকুরের লালার প্রতিবর্ত ক্রিয়া (Reflex Action of Dog's Saliva)
বিজ্ঞানী প্যান্ডসভ প্রতিবর্ত ক্রিয়াকে দুভাগে ভাগ করেছেন: (১) অনপেক্ষ (unconditioned) এবং (২) সাপেক্ষ (conditioned) প্রতিবর্ত ক্রিয়া। অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা জন্মগত এবং কোনো শর্তের অধীন নয়। অন্যদিকে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া সহজাত নয়, বারংবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, এবং শর্তের অধীন। কুকুরের লালা ক্ষরণের সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া চমৎকার ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী প্যাভলভ।
বিজ্ঞানী প্যাভলভ কুকুরের দেহে পরিপাকের শারীরবৃত্ত নিয়ে গবেষণা করেছেন। কুকুরদের খাওয়া পরিবেশন এর দায়িত্ব ছিলেন গবেষণাগারের নির্দিষ্ট টেকনিশিয়ান। প্যাভলভ লক্ষ্য করলেন শুধু খাবার দেখলে কুকুরের লালা ক্ষরণ হতো না, যে টেকনিশিয়ান খাবার পরিবেশন করতেন তার গায়ে সাদা গবেষণা কোট দেখলেই লালা ক্ষরণ শুরু হয়ে যেতো। এ পর্যবেক্ষণ থেকে প্যাভলভ ধারণা করেন যে খাবার দেওয়ার সময় সুনির্দিষ্ট উদ্দীপনা যদি কুকুরের চারপাশে থাকে তাহলে সেই উদ্দীপনা খাবারের সঙ্গে মিশে গিয়ে কুকুরের লালা ক্ষরণ যে উদ্দীপ্ত করে। এই উদ্দীপনাকে তিনি মানসিক উদ্দিপনা নামকরণ করেন। প্রাথমিক এ ধরনের ভিত্তিতে প্যাভলভ প্রকৃত গবেষণায় নিয়োজিত হন।
ক্যাটাগরি
বিজ্ঞান