আলোক টেলিস্কোপ নিয়ে কিছু অজানা কথা
© Mehrab360
টেলিস্কোপ হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমাদের খালি চোখে দেখা সম্ভব নয় এমন দূরের বস্তু, যেমন বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু আমরা দেখতে পাই। টেলিস্কোপ বিভিন্ন ধরনের এবং আকারের হয়ে থাকে। শুরুর দিকে টেলিস্কোপে শুধুমাত্র লেন্স বা আয়না ব্যবহার করা হলেও, আধুনিক টেলিস্কোপে আরো অনেক কিছু ব্যবহার করা।
© Mehrab360
টেলিস্কোপ হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমাদের খালি চোখে দেখা সম্ভব নয় এমন দূরের বস্তু, যেমন বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু আমরা দেখতে পাই। টেলিস্কোপ বিভিন্ন ধরনের এবং আকারের হয়ে থাকে। শুরুর দিকে টেলিস্কোপে শুধুমাত্র লেন্স বা আয়না ব্যবহার করা হলেও, আধুনিক টেলিস্কোপে আরো অনেক কিছু ব্যবহার করা।
![]() |
সংগৃহীত |
অপটিক্যাল বা আলোক টেলিস্কোপ
প্রথম আবিষ্কৃত টেলিস্কোপগুলোতে শুধুমাত্র লেন্স ব্যবহার করা হতো। এভাবে আলোর প্রতিসরণের নীতিকে কাজে লাগিয়ে দূরবর্তী বস্তু দেখা যেত বলে এগুলোর নাম প্রতিসরণ টেলিস্কোপ। এসব টেলিস্কোপ সাধারণত কাছের মহাজাগতিক বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়, যেমন আমাদের সৌরজগতের গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি। ইতিহাসবিদদের ভাষ্যমতে, ১৭শ শতাব্দীর শুরুর দিকে নেদারল্যান্ডে প্রথম প্রতিসরণ টেলিস্কোপ আবিষ্কার করা হয়, গ্যালিলিও গ্যালিলির আগেই। টেলিস্কোপের মূল আবিষ্কারক কে তা আজও জানা সম্ভব হয় নি।
প্রতিসরণ টেলিস্কোপের পরে আসলো প্রতিফলন টেলিস্কোপ। এসব টেলিস্কোপে ব্যবহার করা হতে লাগলো আয়না। বস্তু থেকে আলো এসে আয়নায় প্রতিফলিত হয়, ফলে একটি ছবি গঠিত হয়। বিজ্ঞানী নিউটন প্রথম কার্যকর প্রতিফলন টেলিস্কোপ তৈরি করেন। এসব টেলিস্কোপ সাধারণত দূরবর্তী গ্রহ-নক্ষত্র দেখার জন্য ব্যবহৃত হয়। সবচেয়ে জনপ্রিয় প্রতিফলন টেলিস্কোপ হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ, যা পৃথিবীর কক্ষপথে রাখা আছে।
সবচেয়ে আধুনিক আলোক টেলিস্কোপ হচ্ছে ক্যাটাডিওপট্রিক (Catadioptric) টেলিস্কোপ। এটিতে লেন্স এবং আয়না দুটিই থাকে, ফলে আরও ভালো ছবি পাওয়া যায়।
প্রতিসরণ (Refraction)
প্রতিসরণ বলতে বোঝায়, কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো প্রবেশ করার সময় তার দিক পরিবর্তন করা। উদাহরণস্বরূপ, পানি বা কাচের মধ্য দিয়ে আলো প্রবেশ করলে তার গতিপয় বোঁক যায়। পানিভর্তি গ্রামে একটি চামচ ডুবালেই তা বুঝতে পারবে।
প্রতিফলন (Reflection)
প্রতিফলন বলতে বোঝায় কোন মাধ্যমের ওপর আলো বা শব্দ পড়ে সেই মাধ্যম থেকে ফিরে আসা। যেমন, আয়নায় আলো পড়লে তা প্রতিফলিত হয় এবং আমাদের চেহারা দেখা যায়।
{fullWidth}
ক্যাটাগরি
বিজ্ঞান