-->
বঙ্গাব্দ
© Mehrab360

'অপটিমাস' রোবট জগৎ এর নতুন উদ্ভবনা

© Mehrab360


এআই দিয়ে নির্মিত

২০২১ সালের Al Day ইভেন্টে যেটা শুধু কল্পনা ছিল, সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। অপটিমাস এখন আর শুধু হাঁটছে না। সে সিঁড়ি বেয়ে উঠছে, কারখানায় কাজে সাহায্য করছে, মানুষের মতো কথা বলছে। তবে এটা যেন কেবল শুরু। শুরু মানুষ আর মেশিনের একসাথে পথচলার।


অপটিমাস তার নাম পেয়েছে জনপ্রিয় ট্রান্সফরমারস মুভির অপটিমাস প্রাইম থেকে। মুভিতে অপটিমাস প্রাইমের ন্যায় পরায়ণতা, সাহসিকতা আর নেতৃত্বের প্রতীক। ইলন মাস্ক মনে করে সম্ভবত তাঁদের তৈরি রোবট ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটিক প্রযুক্তির নেতৃত্ব দেবে। তাই হয়তো এই রোবটের নাম রাখা হয়েছে অপটিমাস।


তাহলে টেসলার তৈরি রোবট কী উড়ে বেড়াবে, মুহূর্তে রোবট থেকে পরিবর্তিত হয়ে ট্রাক হয়ে যাবে!! না, তা হতে এখনো দেরী আছে। তবে সে অন্য রোবটের চেয়ে বেশ এগিয়ে।


বেশিরভাগ রোবট অনেকটা কাঠের পুতুলের মতো। হাত পা আছে, কিন্তু নড়াচড়া দেখে মনে হয় যেন কেউ দূর থেকে সুতো টেনে চালাচ্ছে। কিন্তু টেসলার অপটিমাস একদম অন্যরকম। এটা কোনো সাধারণ 'সেন্সর বসানো' ফ্রেম না, যেটা শুধু দেখতে মানুষের মতো। অপটিমাস চারপাশের পরিবেশ দেখে এবং মুহূর্তেই সেই তথ্য প্রসেস করে সিদ্ধান্ত নেয়। সে তার সামনে থাকা সিঁড়ি চিনতে পারে, বাঁধা এড়িয়ে যেতে পারে এবং মানুষের মতো দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।


{fullWidth}
© Mehrab360