পৃথিবী সূর্যের চারপাশে আলোর গতিতে ঘুরলে কী হতো
© Mehrab360
{fullWidth}
© Mehrab360
প্রশ্নটি বৈজ্ঞানিক কল্পনার দিক থেকে আকর্ষণীয়। বর্তমান ভৌতবিজ্ঞান অনুসারে, আলোর গতি (প্রায় ৩,০০,০০০ কিমি/সেকেন্ড) মহাবিশ্বের সর্বোচ্চ গতি। যদি পৃথিবী এই গতিতে সূর্যের চারপাশে ঘুরতো, তাহলে এর ফলশ্রুতি অত্যন্ত আশ্চর্যজনক এবং ধ্বংসাত্মক হতে পারত।
১. আপেক্ষিকতত্ত্ব এবং সময়ের প্রসঙ্গ
আইনস্টাইনের আপেক্ষিকতত্ত্ব অনুসারে, কোনো ভৌত বস্তু আলোর গতিতে চললে তার ভর অসীমে পৌঁছাবে এবং সময় ধীর হয়ে যাবে (Time Dilation)। পৃথিবী যদি আলোর গতিতে সূর্যের চারপাশে ঘুরত, তাহলে সময়ের গতিপ্রকৃতি সম্পূর্ণ ভিন্ন হতো। পৃথিবীর বাসিন্দাদের কাছে সময় হয়তো প্রায় থমকে যেত। সময়ের এই পরিবর্তন পৃথিবীর জীববৈচিত্র্য এবং মানব সভ্যতার জন্য একেবারেই অচিন্তনীয় প্রভাব ফেলত।
২. অভিকর্ষ বলের বিপর্যয়
পৃথিবী বর্তমানে ৩০ কিমি/সেকেন্ড গতিতে সূর্যের চারপাশে আবর্তিত হচ্ছে। এই গতি বজায় রাখতে অভিকর্ষ বল ও কেন্দ্রাতিগ বলের ভারসাম্য প্রয়োজন। কিন্তু আলোর গতিতে চললে পৃথিবীর কেন্দ্রাতিগ বল এতটাই বেশি হতো যে তা সূর্যের অভিকর্ষ বলকে অতিক্রম করে ছিটকে বেরিয়ে যেত। এর ফলে, পৃথিবী হয়তো সৌরজগৎ থেকে ছিটকে বেরিয়ে পড়ত এবং মহাবিশ্বে হারিয়ে যেত।
৩. ভর ও শক্তির রূপান্তর
আইনস্টাইনের সূত্র অনুসারে, উচ্চ গতিতে ভর ও শক্তি একে অপরের সঙ্গে সম্পর্কিত। আলোর গতিতে চলতে গেলে পৃথিবীর ভর অসীমে পৌঁছাত। কিভাবে বস্তুর অসীম হতো, এই সম্পর্কে জানতে হলে
এই সমীকরণে v = c হলে সমীকরণের ডান পাশে নিচের অংশ শূন্য হয়ে যায় এবং বস্তুর ভর অসীম হয়ে যাবে।
এই প্রক্রিয়ায় পৃথিবী বিশাল পরিমাণ শক্তি সঞ্চয় করত, যা পৃথিবীর গঠনকে ভেঙে চুরমার করে দিতে পারত।
৪. জীবনের অস্তিত্ব বিলুপ্তি
পৃথিবীর গতি এত বেশি হলে এর চারপাশে থাকা বায়ুমণ্ডল ছিটকে মহাশূন্যে বিলীন হয়ে যেত। তাপমাত্রার তীব্র ওঠানামা এবং অভিকর্ষ শক্তির ব্যালেন্সের অভাবে পৃথিবীতে কোনো প্রাণ রক্ষা পাওয়া সম্ভব হতো না। এছাড়া, মহাজাগতিক বিকিরণের (Cosmic Radiation) প্রভাব প্রাণী ও উদ্ভিদের জন্য সর্বনাশা হতো।
৫. দিন-রাতের চক্র বিলুপ্ত
আলোর গতিতে পৃথিবী ঘুরলে দিন ও রাতের চক্রও বিলীন হয়ে যেত। এমনকি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর আগেই পৃথিবী স্থান পরিবর্তন করে ফেলত। এর ফলে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকত, যা প্রাণীজগতের জন্য আরও একটি বড় বাধা তৈরি করত।
৬. স্থিতিশীলতার অভাব
পৃথিবী যদি আলোর গতিতে চলত, তাহলে মহাকাশে ছড়িয়ে থাকা ধূলিকণা এবং অন্যান্য গ্রহাণুদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বহুগুণ বেড়ে যেত। এত উচ্চ গতিতে সংঘর্ষ হলে পৃথিবীর পৃষ্ঠে বিশাল ধ্বংসযজ্ঞের সৃষ্টি হতো।
পৃথিবী যদি সূর্যের চারপাশে আলোর গতিতে ঘুরত, তবে তা আমাদের জানা মহাজাগতিক বাস্তবতাকে সম্পূর্ণ ভেঙে ফেলত। বর্তমান ভৌতবিজ্ঞান ও জীববিদ্যার নিয়মগুলো এই অবস্থায় টিকে থাকতে পারত না। আলোর গতিতে গমন মানুষের কল্পনার বাইরে এক বিপর্যয়কর বাস্তবতা তৈরি করত। তাই প্রকৃতির যে ভারসাম্য বর্তমান অবস্থায় রয়েছে, সেটিই জীবনধারণের জন্য একমাত্র উপযুক্ত।
{fullWidth}
ক্যাটাগরি
মহাকাশ