যে প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই!
© Mehrab360
{fullWidth}
© Mehrab360
বৈচিত্র্যময় পৃথিবীতে নানা ধরনের প্রাণী বাস। বৈচিত্র্য রয়েছে দের বসতি, গঠন, প্রজনন, চলন, খাদ্যগ্রহণ, আচার-আচরণ ইত্যাদি। এসব প্রাণীদের মধ্যে কোনটা সরল কেউবা জটিল গঠনের অধিকারী।
হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত জলজ প্রাণী। সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে ১৭৪৪ সালে হাইড্র প্রচন্ড পুনঃপ্রতিষ্ঠা ক্ষমতা প্রকাশের মাধ্যমে এর প্রাণীর প্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যা হাইড্রার ব্যাপকভাবে পরিচিত ঘটে। আব্রাহাম ট্রেম্বলেকে হাইড্রা আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। রূপকথায় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়।
ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে দুইটি বা তার বেশি মাথা গজাতো। সেখান থেকেই হাইড্রার উৎপত্তি হয়েছে। হাইড্রা লুপিং এবং সমারসল্টিং পদ্ধতিতে চলাচল করতে পারে। হাইড্রার বিভাজন কোন স্বাভাবিক জনন প্রক্রিয়া নয় কারণ এটি একটি হঠাৎ প্রক্রিয়া। হাইড্রার দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য অর্থাৎ নতুন হাইড্রার বিকাশ ঘটে সুতরাং হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রার সাথে শৈবালের সম্পর্ক রয়েছে। হাইড্রা, শৈবালের সাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে উপকৃত হয়।
ক্যাটাগরি
বিজ্ঞান