বঙ্গাব্দ
© Mehrab360

আবিষ্কার ও উদ্ভাবন কি একই কথা?

© Mehrab360

ইংরেজিতে ‘INVENT’ শব্দের অর্থ হলো উদ্ভাবন আর ‘DISCOVER’ শব্দের অর্থ হলো আবিষ্কার।

{getToc} $title={বিষয়বস্তু সারণি} $count={Boolean} $expanded={Boolean}


“উদ্ভাবন” এবং “আবিষ্কার” কি একই জিনিস?




আবিষ্কার ও উদ্ভাবন এ দুটোকে অনেকেই একই মনে করে থাকেন, তবে দুটো এক জিনিস না। আবিষ্কার হলো এমন কিছু যার অস্তিত্ব পৃথিবী কিংবা মহাবিশ্বে অনেক আগে থেকেই ছিল কিন্তু মানুষ তা জানতো না। যেমন, স্যার আইজ্যাক নিউটনের দেয়া মহাকর্ষ সূত্রগুলো কিংবা আলবার্ট আইনস্টাইনের দেয়া আপেক্ষিকতার সূত্রগুলোকে আমরা আবিষ্কার বলতে পারি। মহাবিশ্ব তার জন্মের পর থেকেই কিছু নির্দিষ্ট এবং রহস্যময় নিয়ম সর্বদা মেনে চলছে। নিউটন কিংবা আইনস্টাইন কেবল এই রহস্যের সমাধান করে নিয়মগুলোকে কিছু সূত্রে আবদ্ধ করতে সক্ষম হয়েছেন।


অন্যদিকে, উদ্ভাবন হলো এমন কিছু যা সম্পূর্ণ মানুষের নিজস্ব প্রচেষ্টায় সৃষ্টি হয় এবং যার আগে কখনও অস্তিত্ব ছিল না। মোটামুটি মানুষের হাতে তৈরি কৃত্রিম জিনিসগুলোই উদ্ভাবন। উদাহরণ হিসেবে বলা যায়, এই লেখাটি পড়ার সময় যে মসৃণ কাগজটির দিকে তাকিয়ে থাকি কিংবা যে মোবাইলে দিয়ে প্রতিদিন বন্ধুদের সাথে কথা বলা সবই কিন্তু মানবসৃষ্ট এবং প্রকৃতিতে এসব আগে কখনোই ছিল না, এগুলো সবই উদ্ভাবন।


আবিষ্কার হলো প্রকৃতিতে লুকানো সত্য খুঁজে বের করা, আর উদ্ভাবন হলো মানুষের সৃষ্টিশীলতায় নতুন কিছু তৈরি করা।{alertSuccess}


ধরুন, এখন এই লেখাটি আপনি বাসার সোফায় কিংবা বিছানায় বসে পড়ছেন। আপনার হাতে এই চকচকে সুন্দর একটি ম্যাগাজিন, আপনার মাথার উপর এলইডি বাল্ব এবং একটু দূরেই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় জিনিস, আপনার স্মার্টফোন! জিনিসগুলোকে আপনার খুবই স্বাভাবিক এবং সহজলভ্য মনে হতে পারে। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি সুইচ চাপ দিলে লাইট জ্বলে উঠে, ফটোকপি দোকানে গেলে কালার প্রিন্ট করে দেয় আর এখন সবার হাতেই স্মার্টফোন।


কিন্তু বিশ কিংবা ত্রিশ বছর আগে কি সব এমন ছিল?


একশ বছর আগে‚ কি সবার বাসায় রাতের বেলা আলো জ্বলত? সহজ উত্তর হলো, নাহ। পেছনের ইতিহাসটি জানলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতেও পারে।

{fullWidth}
© Mehrab360