ওয়েবসাইটে তারিখ দেখানো জন্য HTML/Javascript কোড
ওয়েবসাইটে তারিখ প্রদর্শনের জন্য কিছু নিয়ম রয়েছে। প্রয়োজনীয় এইচটিএমএল/জাভা স্ক্রিপ্ট কোড রয়েছে যা নিখুঁত ভাবে যোগ করতে না পারলে তারিখ প্রদর্শন হয় না।
{getToc} $title={বিষয়বস্তু সারণি} $count={Boolean} $expanded={Boolean}
আপনার ওয়েবসাইটে আজকের ইংরেজি তারিখটি দেখাতে চান? নিচের নির্দেশনা অনুযায়ী কোড কপি করে আপনার ওয়েবসাইটে যোগ করে সহজেই আপনি সেখানে ইংরেজি তারিখ দেখাতে পারেন। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা ওয়েবসাইটে তারিখ দেখানোর জন্য প্রয়োজনীয় কোড খুঁজে পাইনা। অনেকেই এই সম্পর্কে জানেন না, তো তাদের জন্য আজকের এই পোস্টে তারিখ দেখানো জন্য কি করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব।
WordPress ওয়েবসাইটে বা অন্য কোন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে তাদের নিজস্ব Plugins ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে তাদের কোডিং করার প্রয়োজন হয়না। Blogger Website এ সবকিছু কোডিং এর মাধ্যমে করতে হয়। সেজন্য কোডটি কোড প্রয়োজন পড়ে।
পদ্ধতি
১. প্রথমে আপনাকে Layout অফশনে গিয়ে যে জায়গায় তারিখ দেখাতে চান সেখানে ক্লিক করুন।
২. HTML/Javascript লেখা অফশনে ক্লিক করুন
৩. তারপর প্রয়োজনীয় কোড লিখুন।
উদাহরণঃ{alertSuccess}
উপরের তারিখ প্রদর্শন করতে নিচের কোডটি কপি করুন
কোড
প্রয়োজনীয় কোড নিচে দেওয়া হলো.
<style>
body {
font-family: serif;
}
.news-container {
background-color: #f8f9fa;
border: 1px solid #ccc;
padding: 10px;
}
.news-headlines {
font-size: 15px;
color: #333;
white-space: nowrap;
}
</style>
<div class="news-container">
<div class="news-headlines" behavior="scroll" direction="left" scrollamount="5">
<script language = "javascript">
var now = new Date();
var dayNames = new Array("রবিবার","সোমবার","মঙ্গলবার","বুধবার","বৃহঃবার","শুক্রবার","শনিবার");
var monNames = new Array("জানুয়ারি","ফেব্রুয়ারি","মার্চ","এপ্রিল","মে","জুন","জুলাই","আগস্ট","সেপ্টেম্বর","অক্টোবর","নভেম্বর","ডিসেম্বর");
var dv = new Array ( "০", "১", "২", "৩", "৪", "৫", "৬", "৭", "৮", "৯");
function toBengaliNumber(num) {
return num.toString().split("").map(digit => dv[digit]).join("");
}
var year = toBengaliNumber(now.getFullYear());
document.write("আজ, " + dayNames[now.getDay()] + " " + toBengaliNumber(now.getDate()) + " " + monNames[now.getMonth()] + " " + year);
</script>
</div>
</div>{codeBox}
সবকিছু ঠিক থাকলে কোডিং এর সমস্যা হবেনা। মনে রাখবেন এই কোডটি যেকোনো টেমপ্লেটের জন্য কার্যকর। নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন। অবশ্যই এই কোডটি এইচটিএমএল – এ লিখতে হবে। Compose View মাধ্যমে লিখলে কোডটি কাজ করবেনা সে বিষয়ে সতর্ক থাকবেন। কোনো সমস্যা হলে ইমেইল করতে পারেন
Email: [email protected]