রকেট উৎক্ষেপণকালে ধোঁয়া নির্গত হয় কেন?
© Mehrab360
{fullWidth}
© Mehrab360
মহাশূন্যে অভিযানকালে যখন রকেট উপরের দিকে ধাবিত হয় তখন রকেটের দিকে তাকালে পেছন দিক দিয়ে সাদা মেঘের মতো ধোঁয়া নির্গত হয়।
আমরা কি কখনো ভেবে দেখেছি রকেট উৎক্ষেপণের সময় পেছন থেকে কেন ধোঁয়া বের হয়?
জ্বালানির দহনের ফলে অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসের কুণ্ডলী আমরা পৃথিবী থেকে অনেক সময় দেখতে পাই। এই গ্যাস রকেট এর পিছনে একটু সরু নলের মধ্য দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসে। এর ফলে যে প্রচন্ড বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, সেই বলের ক্রীড়ায়ে রকেট তীব্র বেগে সামনের দিকে এগিয়ে যায়। কৃত্রিম উপগ্রহের বহু ব্যবহার অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং মহাকাশে গবেষণায় বিরাট অবদান রেখেছে। এর মূলে রয়েছে রকেট চালানোর ক্রমাগত উন্নতি সাধন।
রকেট সমান ও বিপরীতমুখী ভরবেগ প্রাপ্ত হয় এবং উচ্চ বেগে উপরে উঠে যায়। জ্বালানি হিসেবে রকেটে সাধারণত তরল হাইড্রোজেন এবং দহনের জন্য তরল অক্সিজেন থাকে। বিশেষ প্রক্রিয়ায় এবং নিয়ন্ত্রিত হারে তরল হাইড্রোজেন ও অক্সিজেনকে দহন প্রকোষ্ঠে প্রবেশ করানো হয়।
জ্বালানি দহন ক্রিয়ার ফলে উৎপন্ন উচ্চচাপে গ্যাস অত্যন্ত উচ্চ বেগে রকেটের নিচের দিকে নির্গমন পথ দিয়ে বেরিয়ে আসে এবং রকেট দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলে।
সাধারণত রকেটের ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়। তখন রকেটকে দ্রুত বেগে উপরে উঠানো যায়। আর ত্বরণ বৃদ্ধি করতে হলে গ্যাস নির্গমনের হার বাড়াতে হবে। আবার গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে ত্বরণ বৃদ্ধি পাবে।{alertSuccess}
ক্যাটাগরি
মহাকাশ