কার্বন ডাই অক্সাইড দিয়ে জ্বালানি তৈরি হবে এবং গাড়িও চলবে
বৈশ্বিক কার্বন দূষণ কমানোর লক্ষ্যে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানি তৈরির প্রচেষ্টায় আছেন। এবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন, যা বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে জ্বালানি উৎপন্ন করতে সক্ষম। সৌরশক্তি চালিত এই যন্ত্র বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে সেটিকে সিনথেসিস গ্যাস বা "সিনগ্যাস"-এ রূপান্তরিত করে, যা যানবাহন ও উড়োজাহাজ চালাতে ব্যবহার করা সম্ভব।
গবেষক সায়ান কর ব্যাখ্যা করেন, কার্বন ডাই-অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তাঁদের উদ্ভাবিত যন্ত্রটি রাতে বাতাস থেকে কার্বন সংগ্রহ করে এবং দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করে সেটিকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সিনগ্যাসে রূপান্তর করে। এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল শিল্পেও কাজে লাগানো সম্ভব।
অধ্যাপক এরউইন রেইসনার বলেন, বর্তমান বিশ্বের বেশিরভাগ শিল্প কার্বন সংগ্রহের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। তবে এই নতুন প্রযুক্তির মাধ্যমে সরাসরি বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তা পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হবে, যা পরিবেশবান্ধব ও টেকসই একটি সমাধান হতে পারে। এটি সার্কুলার ইকোনমির (পরিবেশবান্ধব অর্থনৈতিক মডেল) একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে।
গবেষণাটি সম্প্রতি "নেচার এনার্জি" সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকরা এখন এই প্রযুক্তির বাণিজ্যিকীকরণের জন্য কাজ করছেন, যাতে ভবিষ্যতে এটি বাস্তব জীবনে ব্যবহৃত হতে পারে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখতে পারে।
{fullWidth}