বঙ্গাব্দ
© Mehrab360

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ প্রশ্ন ও সমাধান

© Mehrab360

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে।



১. ভাইরাসের ক্যাপসিড কী দ্বারা গঠিত?

প্রোটিন

ডিএনএ

লিপিড

ডিএনএ আরএনএ


২. কোন প্লাস্টিড শ্বেতসার সঞ্চয় করে?

ক্লোরোপ্লাস্ট

জ্যান্থোপ্লাস্ট

অ্যামাইলোপ্লাস্ট

অ্যালিউরোপ্লাস্ট


৩. কোন শারীরবৃত্তীয় গঠনটি পেশিকে অস্থির সাথে যুক্ত করে?

অ্যাবডাক্টর

তরুণাস্থি

টেন্ডন

লিগামেন্ট


৪. ভাজক টিস্যু নয় কোনটি?

প্রোকাম্বিয়াম

গ্রাউন্ড মেরিস্টেম

প্রোটোডার্ম

জাইলেম টিস্যু


৫. DNA অণু কর্তনের আণবিক কাঁচি (Molecular scissors) কোনটি?

Ligase enzyme

Amylase enzyme

Protease enzyme

Restriction enzyme


৬. কুমড়ার কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে?

অরীয়

মুক্ত সমপার্শ্বীয়

জাইলেম কেন্দ্রিক

সমদ্বিপার্শ্বীয়


৭. কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে?

কানকো

পার্শ্বীয় রেখা

সাইক্লয়েড আইশ

বায়ুথলি


৮. নিম্নোক্ত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে?

হিউমেরাস

বহিঃকর্ণ

স্বরযন্ত্র

শ্বাসনালি


৯.উর্ধবাহুর প্রথম অস্থিকে কি বলে?

টিবিয়া-ফিবুলা

হিউমেরাস

রেডিয়াস-আলনা

ফিমার


১০. কোনগুলো stop codon?

UUU, UUC, UUA

UCU, UCC, UCA

UGU, UGC, UGG

UAA, UAG, UGA


১১. TI প্লাজমিড কোন ব্যাকটেরিয়াতে পাওয়া যায়?

Pseudomonas

E - coll

Agrobacterium

Bacillus


১২. স্নায়ুতন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে উদ্ভুত হয়?

এপিডার্মিস

এন্ডোডার্ম

মেজোডার্মিস

এক্টোডার্ম


১৩. জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে বলা হয়

প্রকৃত কোষ

স্টেম সেল

জনন কোষ

আদি কোষ


১৪. কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত?

পাখি

রুই

মানুষ

ঘাসফড়িং


১৫. ফায ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করাকে বলা

Transduction

Transmission

Transformation

Conjugation


১৬. পানিতে সাঁতার কাটার জন্য কোন প্রাণীর অগ্রপদ বৈঠার মত রূপান্তরিত হয়েছে?

ব্যাঙ

তিমি

টুনা মাছ

হাঙ্গর


১৭. মানব দেহের কোন অঙ্গে হেনলির লুপ অবস্থিত?

হৃৎপিণ্ডে

পাকস্থলীতে

বৃক্কে

ফুসফুসে


১৮. এক অণু গ্লুকোজ তৈরি করতে কতটি ATP NADPH + H+ প্রয়োজন হয়?

১৮টি ATP ও ১২টি NADPH + H

১২টি ATP ও ১৮টি NADPH H

১২টি ATP ও ৬টি NADPH + H

৬টি ATP ও ১২টি NADPH +H+


১৯. কোন উদ্ভিদে স্পাইকলেট জাতীয় পুষ্পমঞ্জরী উপস্থিত?

Gossypium herbaceum

Zea mays

Datura metel

Abelmoschus esculentus


২০. ক্র্যাঞ্জ অ্যানাটমি কোন উদ্ভিদে আছে?

ইক্ষু (Sugarcane)

আম (Mango)

ধান (Rice)

পাট (Jute)


২১. কোনটি মলাস্কা (Mollusca) প্রাণীর বৈশিষ্ট্য নয়?

দেহ নরম, মাংসল

দেহে খোলস থাকে

পাতলা ম্যান্টল আবৃত দেহ

দেহগহ্বর খুব বড়


২২. মানবদেহের নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি?

হৃদকোষ

শ্বেত রক্তকণিকা

লোহিত রক্তকণিকা

শ্বসনকোষ


২৩. পাকস্থলীর যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তার নাম কি?

পাইলোরাস

কার্ডিয়া

ফান্ডাস

বড় বাঁক


২৪.ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের?

সম্পূর্ণ রূপান্তর

অসম্পূর্ণ রূপান্তর

মেটাবোলাস

হেমিমেটাবোলাস


২৫. আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কোনটি?

অ্যামাইলেজ

সুক্রোজ

ট্রিপসিন

লাইপেজ


২৬. কোন কোষ থাকার কারণে হাইড্রা মারা যায় না?

ইন্টারস্টিশিয়াল কোষ

পেশিআবরণী কোষ

জনন কোষ

নিন্ডোব্লাস্ট কোষ


২৭. গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে?

গ্লকোনিয়োজেনেসিস

লাইপোজেনেসিস

গ্লাইকোজেনেসিস

গ্লাইকোজেনোলাইসিস


২৮. একটি কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা সে সিদ্ধান্ত হয় কোন পর্যায়ে?

G

G1

S

M-phase


২৯. সুপার রাইসে কোন উপাদান দুটি সংযুক্ত করা হয়েছে?

Carotene ও Vit-B

Carotene ও Iron

Carotene ও Vit-C

Vit-B ও Iron


৩০. কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?

আসমানী (Blue)

কমলা (Orange)

লাল (Red)

বেগুনি (Violet)


৩১. R ও 2R ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত-

1:8

1:2

1:√8

1:√2


৩২. শক্তির সমতুল্য হিসেবে একটি ইলেক্ট্রনের স্থির ভর প্রায়-

0.51 MeV

1.6 × 10^-19 e V

1.6 × 10^-19 MeV

0.51 eV


৩৩. নিচের কোন রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি?

অতিবেগুনি রশ্মি

অবলোহিত রশ্মি

এক্স রশ্মি

গামা রশ্মি


৩৪. ধনাত্মক ও শূন্য কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ যথাক্রমে-

theta < 90 deg theta < 90 deg

theta < 90 ^ c theta = 90 deg

theta - 90 deg theta < 90 deg

theta > 90 deg theta < 90 deg


৩৫. ইলেকট্রন-ভোল্ট কোন রাশির একক?

আধান

প্রাবল্য

প্রবাহ

কাজ


৩৬. রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক

vec v = vec omega * vec p

vec omega - vec v * vec r

vec v = vec omega * vec r

vec omega = vec v * vec r


৩৭. কোনো স্থানে দুটি সরলদোলকের দোলনকালের অনুপাত 2:3 হলে, এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত-

9:4

3:2

2:3

4:9


৩৮. বৃত্তাকার পথে ভ্রমণকারী একটি বস্তু সেকেন্ড একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। বৃত্তটির ব্যাস 20 m হলে, বস্তুটির দ্রুতি কত?

20m/s

10m/s

pi m/s

40m/s


৩৯. নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও ভর-সংখ্যার মধ্যে সম্পর্ক-

R propto Lambda ^ (- 1/2)

R propto A ^ (- 1/3)

R propto A ^ (1/3)

R propto A ^ (1/3)


উত্তর ও বিস্তারিত প্রশ্ন দেখুনঃ

পৃষ্ঠা ১

পৃষ্ঠা ২

পৃষ্ঠা ৩

{fullWidth}
© Mehrab360