আসছে গুগল ম্যাপে লাইভ আপডেট!
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা চালু করতে যাচ্ছে, যার নাম লাইভ আপডেটস। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ম্যাপস থেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় দেখতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ১৬ বেটা ২.১ সংস্করণ ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন। গুগলের তথ্য অনুযায়ী, লাইভ আপডেটস চালু হলে ব্যবহারকারীরা গুগল ম্যাপস ব্যবহার করার সময়ও নোটিফিকেশনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে পারবেন।
![]() |
ছবিঃ গুগল |
অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজ ফিচারের মতোই, লাইভ আপডেটস ব্যবহারকারীদের গন্তব্য সংক্রান্ত তথ্য সরাসরি স্ট্যাটাস বার ও লকস্ক্রিনে প্রদর্শন করবে। প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এক প্রতিবেদনে জানিয়েছে যে, গুগল ম্যাপসে লাইভ ইনফো নামের একটি নতুন অপশন পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। এটি চালু থাকলে স্ট্যাটাস বার ও লকস্ক্রিনে সর্বশেষ হালনাগাদ তথ্য দেখা যাবে। বর্তমানে অলওয়েজ-অন ডিসপ্লে অপশনের মাধ্যমে গুগল ম্যাপসের নোটিফিকেশন সীমিত পরিসরে দেখা যাচ্ছে, তবে নতুন এই ফিচারের ফলে আরও উন্নত অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।
{getCard} $type={post} $title={আরো পড়ুন}
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম আগামী জুন মাসে উন্মুক্ত করা হতে পারে। এই আপডেটের মাধ্যমে লাইভ আপডেটস ফিচারের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং গুগল ম্যাপসে নতুন সুবিধাগুলো যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই প্রযুক্তির ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আরও সহজে ও দ্রুত গন্তব্য সংক্রান্ত তথ্য পেতে সক্ষম হবেন, যা দৈনন্দিন জীবনকে আরও সুবিধাজনক করবে।
{fullWidth}