বঙ্গাব্দ
© Mehrab360

আসলেই কি নিউটনে ভবিষ্যৎ বাণী সত্যি হতে যাচ্ছে?

© Mehrab360

স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞান ও গণিতের দুনিয়ায় খুবই পরিচিত নাম। তিনি গতি ও মাধ্যাকর্ষণ সূত্রের জন্য বিখ্যাত। কিন্তু কম মানুষই জানে যে, নিউটন ভবিষ্যদ্বাণীও করেছিলেন! ১৭০৪ সালে লেখা একটি চিঠিতে তিনি বলেছিলেন, পৃথিবী ২০৬০ সালে ধ্বংস হয়ে যাবে। নিউটন ছিলেন ধর্মীয় গ্রন্থ বিশ্লেষণে আগ্রহী। তিনি বাইবেলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গণনা করেছিলেন যে, পৃথিবীর শেষ সময় ২০৬০ সাল হতে পারে। তার হিসাবের ভিত্তি ছিল বাইবেলের “বুক অব ড্যানিয়েল” ও “রেভেলেশন” গ্রন্থে উল্লেখিত বিভিন্ন সময়। তিনি ১২৬০, ১২৯০, ১৩৩৫ ও ২৩০০ দিনকে বছর ধরে হিসাব করে এই তারিখ বের করেন।




তবে নিউটন বলেছিলেন, তিনি নিশ্চিত করে কিছু বলছেন না। বারবার ভুল ভবিষ্যদ্বাণী করলে ধর্মগ্রন্থের প্রতি মানুষের বিশ্বাস কমে যেতে পারে, তাই তিনি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলেন। কিন্তু একজন বিজ্ঞানী কেন এমন ভবিষ্যদ্বাণী করলেন? কিংস কলেজের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেন বলেন, নিউটন শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক।

{getCard} $type={post} $title={বিজ্ঞান নিয়ে পড়ুন}

তাঁর কাছে ধর্ম ও বিজ্ঞান আলাদা কিছু ছিল না। তিনি মনে করতেন, প্রকৃতি ও ধর্মগ্রন্থ দুটোই সত্যের সন্ধান দেয়। আজকের বিজ্ঞানীরা নিউটনের এই ভবিষ্যদ্বাণীকে খুব একটা গুরুত্ব দেন না। তারা মনে করেন, পৃথিবীর ধ্বংস কখন হবে তা নির্ভর করে প্রকৃতি ও মহাজাগতিক ঘটনাগুলোর ওপর। তবে নিউটনের এই চিন্তাভাবনা আজও মানুষকে ভাবায়।

{fullWidth}
© Mehrab360