জৈব যৌগ ২ পর্ব - এইচএসসি প্রস্তুতি
© Mehrab360
© Mehrab360
এইচএসসি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জন্য জৈব যৌগ অংশ থেকে উত্তর করার জন্য সহজ উপায় আজকের হতে চলেছে। জৈব যৌগ সম্পূর্ণরূপে শেষ করার সহজতর উপায়, জৈব যৌগ নিয়ে আর ভয় থাকবেনা। কয়েকটি পর্বে সাজানো হয়েছে। ২য় পর্ব শুরু করা যাক...
* X + Y - Z → X - Y + Z
{fullWidth}
{getToc} $title={বিষয়বস্তু সারণি} $count={Boolean} $expanded={Boolean}
আলোক সমানু সংখ্যা নির্ণয়ঃ
১. n সংখ্যক ভিন্ন কাইরাল কার্বন থাকলে সমানের সংখ্যা = 2n (সবগুলো আলোক সক্রিয়)
২. n সংখ্যক কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় সমানুর সংখ্যা 2n-1 এবং মেসো সমানুর সংখ্যা = 2(n-2)/2
অ্যালিফেটিক ও আরোমেটিক যৌগের বিক্রিয়া
১. সংযোজনঃ
i. ইলেক্ট্রফিলিক ii. নিউক্লিওফিলিক iii. ফ্রি রেডিক্যাল
২. প্রতিস্থাপনঃ
i. ইলেক্ট্রফিলিক ii. নিউক্লিওফিলিক
৩. অপসারণঃ
i. ইলেক্ট্রফিলিক ii. নিউক্লিওফিলিক
৪. সমানুকরণ
৫. বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া
* X + Y - Z → X - Y + Z
↓ ↓ ↓
আক্রমণকারী সাবস্ট্রেট উৎপাদ
বিকারক
আক্রমণকারী বিকারক তিন প্রকার
১. ফ্রি রেডিক্যাল
২. ইলেক্ট্রোফাইল
৩. নিউক্লিওফাইল
ফ্রি রেডিক্যালঃ Cl2 → Cl. + Cl.
CH4 → .CH3 + .H
↓
অ্যালকাইল ফ্রি রেডিক্যাল
স্থায়িত্বঃ
.(CH3)3 > .(CH3)2CH > .CH3–CH2 > .CH3
(3°) (2°) (1°) সংযোজন বিক্রিয়াঃ
* অ্যালকিন ও অ্যালকাইনে ইলেকট্রফিলিক সংযোজন ঘটে।
* কার্বনিল যৌগে (অ্যালডিহাইড ও কিটোন) নিউক্লিওফিলিক সংযোজন হয়।
* অ্যারোমেটিক যৌগে (ইথিনেও হয়) ফ্রি রেডিকেলে সংযোজন হয়।
অ্যালডল ঘনীভবন ও ক্যানিজারো মধ্যে পার্থক্য
অ্যালডল ঘনীভবন | ক্যানিজারো বিক্রিয়া |
---|---|
|
|
প্রতিস্থাপন বিক্রিয়াঃ
* নিউক্লিওফিলিক প্রতিস্থাপন অ্যালকাইল হ্যালাইডে দেখা যায় ।
* electrophilic প্রতিস্থাপন (বেনজিন) অ্যারোমেটিকে দেখা যায়।
নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
২ প্রকার
১. SN1
২. SN2
ইলেক্ট্রোফাইলঃ
ধনাত্মকঃ +CH3, +Br, +NO2
প্রশমঃ AlCl3, BF3 (লুইস এসিড), FeCl3, SO3
নিউক্লিওফাইলঃ
ঋণাত্মকঃ –CH3, Cl-, Br-, CN- , OH-, OR-
প্রশমঃ NH3, H2O, R–NH2, R–OH, (লুইস ক্ষার)