মহাবিশ্বের সৃষ্টিকালে কি পানি ছিল
© Mehrab360
© Mehrab360
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মহাবিশ্বে পানির উৎপত্তি নিয়ে গবেষণা করে আসছেন। সম্প্রতি যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বিগ ব্যাংয়ের ১০ থেকে ২০ কোটি বছর পরে মহাবিশ্বে প্রথম পানি তৈরি হয়েছিল। তাদের গবেষণা অনুযায়ী, প্রথম নক্ষত্রগুলোর সুপারনোভা বিস্ফোরণের ফলে প্রচুর অক্সিজেন উৎপন্ন হয়, যা আশপাশের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে পানির অণু গঠন করে। এর মানে, আমাদের ধারণার চেয়ে কোটি কোটি বছর আগেই মহাবিশ্বে পানি সৃষ্টি হয়েছিল।{getCard} $type={post} $title={মহাবিশ্ব নিয়ে আরো পড়ুন}
{fullWidth}
কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন, বিগ ব্যাংয়ের প্রায় ১০ কোটি বছর পর হাইড্রোজেন ও হিলিয়ামের বিশাল মেঘ মহাকর্ষ বলের কারণে একত্রিত হয়ে প্রথম নক্ষত্র তৈরি করে। একসময় এই তারাগুলো তাদের জ্বালানি শেষ করে বিশাল সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়। এই বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়, যা শীতল হয়ে আশপাশের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দুটি সুপারনোভা বিস্ফোরণের ফলে যথাক্রমে শূন্য দশমিক শূন্য ৫১ ও ৫৫ সৌরভরের সমান অক্সিজেন উৎপন্ন হয়েছিল। বিস্ফোরণের পর এই অক্সিজেন ও হাইড্রোজেন একত্র হয়ে মহাবিশ্বে প্রথম পানি তৈরি করেছিল।
এই গবেষণা আমাদের প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে যে, পানি শুধু পৃথিবীর উৎপত্তির পর সৃষ্টি হয়েছিল। বরং এটি কোটি কোটি বছর আগেই মহাবিশ্বের এক মৌলিক উপাদান হিসেবে গঠিত হয়েছিল। অর্থাৎ, পানি শুধু পৃথিবীর জন্য একমাত্র অনন্য উপাদান নয়, বরং মহাবিশ্বের প্রাথমিক ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।
ক্যাটাগরি
মহাকাশ